ঢাকা | | বঙ্গাব্দ

আসিফ মাহমুদ লোভী, মাহফুজ আলম হিপোক্রেট না : মাসুদ কামাল

author
Reporter

প্রকাশিত : Oct 3, 2025 ইং
সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ছবির ক্যাপশন: সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
ad728

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে সম্পূর্ণ ভিন্ন ধরণের মানুষ হিসেবে বর্ণনা করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। 

সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলায় আয়োজিত ‘কথার পিঠে কথা’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসিফ মাহমুদ ক্ষমতা, দাপট ও সম্পদের লোভী, আর মাহফুজ আলমের মধ্যে সেই ভণ্ডামি নেই। 

মাসুদ কামালের ভাষায়, “আসিফ আমাদের ট্রেডিশনাল পলিটিশিয়ানদের চূড়ান্ত ক্যারেক্টার। তার মধ্যে ক্ষমতা, দাপট, সম্পদের লোভ আছে। আর মাহফুজ আলম হিপোক্রেট না। তিনি যেটা বলেন সেটা বিশ্বাস থেকে বলেন, তবে অনেক কিছু করতে পারেন না।” 

উল্লেখ্য, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। 

সম্প্রতি মাহফুজ আলম বলেছেন, তিনি দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছেন। সেই প্রসঙ্গ টেনে মাসুদ কামালের কাছে প্রশ্ন করা হয়, কেন তার মধ্যে অনিশ্চয়তা, অথচ আসিফ মাহমুদের মধ্যে তা নেই। 

উত্তরে মাসুদ এভাবেই দুইজনকে তুলনা করেন। অনুষ্ঠানে তিনি আরো বলেন, বর্তমান সরকার চায় না যে আসন্ন নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা থাকুক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়েও তিনি মন্তব্য করেন যে, তিনি ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বললেও স্পষ্ট বলেছেন— ব্যালট পেপারে নৌকা থাকবে না।

 নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS