ঢাকা | | বঙ্গাব্দ

দেশে মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে ভয় পান : মাসুদ কামাল

author
Reporter

প্রকাশিত : Oct 4, 2025 ইং
মাসুদ কামাল ছবির ক্যাপশন: মাসুদ কামাল
ad728

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশের বড় বড় গণমাধ্যমগুলো বিষয়টি নিয়ে নীরবতা পালন করায় ক্ষোভ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। শনিবার (৪ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেল ‘কথা’-তে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “তোফায়েল আহমেদ কোথায় আছেন? বেঁচে আছেন? না কি মারা গেছেন?— এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না, অথচ এটা নিয়েই এখন আলোচনা।”

তিনি আরও বলেন, “এর আগে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর ঘটনাটাও আমরা দেখেছি। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তার মৃত্যুটা কোনো গুরুত্বই পায়নি। এখন এমন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ‘মুক্তিযোদ্ধা’ শব্দটা উচ্চারণ করতেও অনেকে ভয় পান। রাজাকাররা বুক ফুলিয়ে বলেন তারা রাজাকার ছিলেন, কিন্তু যারা মুক্তিযোদ্ধা, তারা বলতে ভয় পান— এই ভয় কে তৈরি করেছে?”

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, “উনি শিল্পমন্ত্রী ছিলেন, কিন্তু মৃত্যুর সময় তাঁকে আমরা দেখি ঢামেকের এক সাধারণ বেডে পড়ে থাকতে। পাশে আধা খাওয়া পানির বোতল, আর তাঁর হাতে হাতকড়া। মৃত মানুষের হাতে হাতকড়া— এটা আমরা এই জীবনে দেখলাম। সরকার কি তাঁর প্রতি দায়িত্ব পালন করেছে? আমার মনে হয়, করেনি।”

মাসুদ কামাল আরও বলেন, “ডেঙ্গু এখন এমন পর্যায়ে গেছে যে এটি ঢাকায় অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ। দুই সিটি করপোরেশনের দায়িত্বে যারা আছেন, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন, তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না। কিন্তু এখন দেশে এমন বাস্তবতা তৈরি হয়েছে যেখানে গুরুত্বহীন বা ‘অপ্রিয়’ মানুষদের প্রতি রাষ্ট্রেরও কোনো সহানুভূতি নেই।”

তিনি বলেন, “যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাঁকে অবজ্ঞা করা হচ্ছে। সরকার যাদের কাস্টডিতে রাখে, তাদের টিকিয়ে রাখার দায়িত্বও সরকারের। কিন্তু হুমায়ূনের ক্ষেত্রে সরকার সেটা করতে পারেনি।”

মাসুদ কামালের বক্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন, আসলে তোফায়েল আহমেদ এখন কোথায় এবং তাঁর প্রকৃত অবস্থা কী।

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS