ঢাকা | | বঙ্গাব্দ

তুরস্ক থেকে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

author
Reporter

প্রকাশিত : Oct 6, 2025 ইং
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ছবির ক্যাপশন: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
ad728

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের বিমান বাহিনী প্রধান (Commander, Turkish Air Force)-এর আমন্ত্রণে তুরস্ক সফর করেন। সফরকালে তিনি Commander, Turkish Air Force, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিবসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এছাড়া, এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তুরস্কের বিভিন্ন সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান, বিশেষ করে Turkish Aerospace Industries পরিদর্শন করেন।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে।

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS