ঢাকা | | বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

author
Reporter

প্রকাশিত : Oct 7, 2025 ইং
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছবির ক্যাপশন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ad728

দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশও দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক আলমগীর হোসেনের করা আবেদনে উল্লেখ করা হয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি এবং তার পরিবারের সদস্যরা দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক।

দুদকের আশঙ্কা, সামছুর রহমান তার সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। তাই তার বিদেশযাত্রা বন্ধ ও জাতীয় পরিচয়পত্র স্থগিত করা জরুরি বলে মনে করে সংস্থাটি। আদালত আবেদনটি মঞ্জুর করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

এদিকে, দুদক সূত্রে জানা গেছে, সামছুর রহমানের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য ও প্রমাণ যাচাই করে দ্রুত আনুষ্ঠানিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS