কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থী, ছাত্রাবাস এবং ছাত্রীবাসে বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে পানির জার বিতরণ করেছে।
বুধবার ,প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মাজারুল ইসলাম চৌধুরী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ এই জনকল্যাণমূলক কাজের জন্য শিবিরকে প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং সুবিধার বিষয়টি বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা আরও জানান, ইসলামী ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা শিবিরের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর ফলে শিক্ষার্থীরা সহজে নিরাপদ খাবার পানি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
আকাশ টিভি/ন