ঢাকা | | বঙ্গাব্দ

নবীকে সাংবাদিক বলায় আমির হামজাকে মূর্খ বলল আব্বাসী

author
Reporter

প্রকাশিত : Oct 9, 2025 ইং
এনায়েতুল্লাহ আব্বাসী এবং মুফতি আমির হামজা ছবির ক্যাপশন: এনায়েতুল্লাহ আব্বাসী এবং মুফতি আমির হামজা
ad728

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী মুফতি আমির হামজাকে পাগলা বক্তা হিসিবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘বার্তাবাহক আর সাংবাদিক- দুটি শব্দে আকাশ-জমিন পার্থক্য রয়েছে।’

বুধবার (৯ অক্টোবর) তার ফেসবুকে ধর্মীয় আলোচনা নিয়ে একটি ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

ড. আব্বাসী বলেন, আজ গাড়িতে আসতে আসতে শুনলাম কোন এক পাগলা বক্তা, সে বলছে নবী অর্থ সাংবাদিক। আমি কঠোর করে ফতোয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে। যতটুকু সংবাদ পৌঁছিয়েছে, আমার মিডিয়া সেল যতটুকু পাঠিয়েছে, বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। এ মূর্খ বক্তা কি বাকুরাতুল আদবটাও কি পড়ে নাই? এসো আরবী শিক্ষিকাটুও কি পড়ে নাই?

তিনি আরও বলেন, নবী অর্থ সাংবাদিক নয়, নবী অর্থ সংবাদবাহক। যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার। আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট। আর যেকোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না আর যে বলবে সে কাফের হয়ে যাবে।

ড. এনায়েতুল্লাহ আব্বাসী আরও বলেন, আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী। আর সাংবাদিক হলো সত্য মিথ্যা কিছুই বোঝে না সংবাদ পাইল আর প্রচার করল। কোন শব্দের কি অর্থ এতোটুকু জ্ঞান নাই?

তিনি বলেন, সাংবাদিক এইরকম একটা ফালতু শব্দ, আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরোশ চুম্বি শান-মান মর্যাদার দিকের রিজমত করা জঘন্যতম একটা বেয়াদবি।

ড. এনায়েতুল্লাহ বলেন, তার তওবা করা উচিত। বক্তব্য প্রত্যাহার করা উচিত। পড়া নাই লেখা নাই, তাফসীরের কোন জ্ঞান নাই, হাদিসের কোন জ্ঞান নাই, আরবি লোগাতের কোন জ্ঞান নাই, বাচ স্টেজে উঠল আর যা খুশি তাই বলল। আল্লাহ হেদায়েত দান করুক। আজকে এতোটুকুই বললাম, সময় দিলাম বক্তব্যের প্রত্যাহারের এবং সংশোধনের।

 আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS