সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ, যার মাধ্যমে ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, “ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে, ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মুক্তি পেয়েছেন।”
সংশোধনীর ধারা অনুযায়ী, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর নির্দিষ্ট ধারাগুলোর অধীনে থাকা সব চলমান ও নিষ্পন্ন মামলা, তদন্ত, দণ্ড ও জরিমানা বাতিল ঘোষণা করা হয়েছে।
একই বৈঠকে উপদেষ্টা পরিষদ ‘ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ এবং ‘জাতীয় উপাত্ত
সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-ও অনুমোদন দিয়েছে। ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই নতুন অধ্যাদেশগুলোর
মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও সাইবার নিরাপত্তা আরও জোরদার হবে।
আকাশ টিভি/ন