ঢাকা | | বঙ্গাব্দ

ভোট নিয়ে কনফিউশনে দুয়েকজন সাংবাদিক, তারা ‘মার্কেট গরম করতে চান’: প্রেস সচিব

author
Reporter

প্রকাশিত : Oct 9, 2025 ইং
প্রেস সচিব শফিকুল আলম। ছবির ক্যাপশন: প্রেস সচিব শফিকুল আলম।
ad728

দুয়েকজন তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক দুয়েকটা টেলিভিশনে এসে নির্বাচন নিয়ে কথা বলে ‘মার্কেট গরম করতে চান’— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, আমি তো দেখছি সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমি তো কনফিউশন দেখছি দুয়েকজন তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিকের মধ্যে। তারা দুয়েকটা সময় টেলিভিশনে আসেন, এসে বলেন। আমরা দেখি যে সোজা বাংলায় যাকে বলে ‘তারা মার্কেট গরম করতে চান’।

উপদেষ্টা পরিষদের বৈঠকের প্রসঙ্গে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভোটের প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, আমরা দেখছি বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমি বলবো নির্বাচনের ট্রেন তো ছেড়ে গেছে। গ্রামাঞ্চলে গেলে নির্বাচনের উত্তাপের দেখা মিলছে। আজকেই তো একটা দল নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

 আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS