ঢাকা | | বঙ্গাব্দ

নির্বাচনি দায়িত্ব পালনে ৪৫০ কোটি টাকা বরাদ্দ চায় আনসার-ভিডিপি

author
Reporter

প্রকাশিত : Oct 9, 2025 ইং
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ছবির ক্যাপশন: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৪৫০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। তাদের এমন একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এখন অর্থ মন্ত্রণালয় এসেছে।

আনসার ও ভিডিপি বলছে, আগামী নির্বাচনে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রে তাদের দায়িত্ব পালন করতে হবে। আর তাদের সদস্য ৬ লাখ।

ফলে নির্বাচনী দায়িত্ব পালনে অতিরিক্ত অস্ত্র-গোলাবারুদ, পোশাক ও নিরাপত্তা সামগ্রী কিনতে হবে। এতে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয় হবে বলে প্রস্তাব তাদের।

তবে তাদের এই প্রস্তাবে অনুমোদন দেওয়ার আগে পর্যাপ্ত যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ আলী বলেন, ‘বর্তমান আর্থিক সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রস্তাব বিবেচনা করতে হবে।’

অর্থনীতিবিদরা বলছেন, সরকারি ব্যয় সাশ্রয়ী হওয়া উচিত, এটিই এখন অগ্রাধিকার হওয়া দরকার।

সিপিডি সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা দেখেছি, কীভাবে সরকারি অর্থ অপচয় হয়। অথচ এই অর্থের কোনোটা দান নয়। সবই জনগণের ট্যাক্সের টাকা, অথবা ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে ঋণের বোঝা হিসেবে পড়বে।’

 

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS