খালিদ বিন ইমরান.
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ টমছমব্রিজ থেকে কোটবাড়ি বোর্ড মার্কেট পর্যন্ত সড়কের বেহাল দশা ও নাজুক ড্রেনেজ ব্যবস্থার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সচেতন নাগরিকেরা। আজ এই দাবিতে সড়কটিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেহাল সড়কের কারণে প্রতিদিনের যাতায়াতে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা।
সড়কের মাঝে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে ডোবার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
ইতিপূর্বে টমছমব্রিজ হতে কোটবাড়ি বোর্ড মার্কেট আসার সময় শিক্ষার্থীর সহ সিএনজি উল্টে আহত ৫ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে রাস্তা এবং ড্রেন সংস্কারের দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করার হুঁশিয়ারি দেন। সচেতন নাগরিকরা অবিলম্বে প্রশাসনের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা সংস্কার কাজ শুরু করার দাবি জানান।
মানববন্ধন থেকে দাবি জানানো হয়:
১. টমছমব্রিজ থেকে কোটবাড়ি বোর্ড মার্কেট পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার করা।
২. রাস্তার পার্শ্ববর্তী ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কার করা।