কুমিল্লা প্রতিনিধি , খালিদ বিন ইমরান
কুমিল্লা জেলার বরুড়া উপজেলা সদরের প্রধান বাজারে চলমান ড্রেন নির্মাণ কাজকে ঘিরে তৈরি হয়েছে চরম আতঙ্ক। ঝুঁকিপূর্ণভাবে কাজ চলার সময় রাস্তার মধ্যখানে গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটলেও এ নিয়ে কোনো কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে বাজার সংলগ্ন রাস্তায় চলাচলকারী পথচারীরা চরম ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন।
জানা গেছে, বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ অংশে বর্তমানে ড্রেনের নির্মাণ কাজ চলছে। রাস্তার মাঝখানে ড্রেনের কাজ চলার কারণে এমনিতেই যানজট ও চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এর মধ্যে, নির্মাণ কাজের সময় অসাবধানতাবশত গ্যাস সংযোগে ফাটল ধরে গ্যাস লিক হতে শুরু করে, যা স্থানীয়দের মধ্যে চরম ভয়ের জন্ম দিয়েছে।
আতঙ্কে পথচারী: নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, "ড্রেনের কাজ শুরু হওয়ার পর থেকেই রাস্তা পার হতে ভয় লাগে। তার ওপর গ্যাস লিক করার পর থেকে সবাই আরও বেশি আতঙ্কে আছি। সামান্য একটি স্ফুলিঙ্গ বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।"
গ্যাস লিক হওয়া স্থানে কোনো প্রকার সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা বেষ্টনীও দেখা যায়নি।
স্থানীয়দের দাবি, যেকোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই গ্যাস লিক বন্ধ করে ঝুঁকিপূর্ণ ড্রেন নির্মাণ কাজে নিরাপত্তা নিশ্চিত করুক।