ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় মুক্তিযোদ্ধা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

author
Reporter

প্রকাশিত : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে কুমিল্লায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে কুমিল্লা জেলা ইউনিট কমান্ড এর উদ্যেগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক নাঈম জাহাঙ্গীর। 

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খাঁন।

কুমিল্লা জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সদস্য সাংগঠনিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুর বাশার, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহীল কাফী ও সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, বীরপ্রতিক বাহার উদ্দিন রেজা, কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম ও  বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার।

বক্তারা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশ ও জাতির গর্বিত সন্তান, আপনাদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করবেন না। দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাবেন। আপনারা দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী। 

আমরা ভাতা পাবার আশায় যুদ্ধ করেনি। বহু লোক মুক্তিযোদ্ধা ভাতা পাবার লোভে মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা সেজেছে। বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও জামুকা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করছে। এতে বহু ভূয়া মুক্তিযোদ্ধাদের বাদ তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS