ঢাকা | | বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে লাকসামে ২ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

author
Reporter

প্রকাশিত : Nov 4, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


​লাকসাম (কুমিল্লা)আকাশ টিভি  প্রতিনিধি: কাউসার হোসাইন 

​কুমিল্লার লাকসামে মাদকবিরোধী এক যৌথ অভিযানে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। 
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
​ঘটনার বিবরণ:
গতকাল সোমবার (০৩ অক্টোবর) দিনগত রাত ১০টায় (২২:০০ ঘটিকা) স্থানীয় তথ্যের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ অভিযান (Jt Op 106 BSC) শুরু হয়। অভিযানের লক্ষ্য ছিল লাকসামের রাজঘাট এলাকায় সক্রিয় দুই মাদক ব্যবসায়ী— মো. দেলোয়ার (৪০) এবং মো. বাবলু (৪০)।
​যৌথ বাহিনীর সদস্যরা রাজঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। তল্লাশির পর তাদের হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ কিছু অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
​ভ্রাম্যমাণ আদালতে দণ্ড:
আটককৃতদের তাৎক্ষণিকভাবে লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. বাবলুকে ৬ মাসের কারাদণ্ড এবং মো. দেলোয়ারকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও, আদালত তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেন।
​স্বাস্থ্যগত বিষয় ও হস্তান্তর:
অভিযান শেষে (০৪ অক্টোবর রাত ০১:৩০ ঘটিকায়) মো. বাবলু হৃদরোগজনিত সমস্যায় ভুগলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল ১১:৩০ ঘটিকায় আটককৃত এই দুই আসামীকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য লাকসাম থানায় সোপর্দ করা হয়।
​আটককৃতের সংখ্যা: ০২ জন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS