ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু তাহেরকে ফুলেল শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2023 ইং
ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা আইনজীবী সমিতির ইতিহাসে একটানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মো. আবু তাহেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। কুমিল্লার লাকসাম উপজেলার  মুদাফ্ফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা । আবু তাহের ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি। 



রবিবার রাতে কলেজের অধ্যক্ষ মো. আবদুল মান্নান মজুমদারের নেতৃত্বে  ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির কলেজ, বি এম, কারিগরি ও হাই স্কুল শাখার সকল শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


অ্যাডভোকেট মো.আবু তাহের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক কুমিল্লা জেলা পরিষদের সদস্য, লাকসাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ভাকড্যা উচ্চ বিদ্যালয়ের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স