ঢাকা | | বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

author
Reporter

প্রকাশিত : Apr 19, 2023 ইং
ছবির ক্যাপশন:
ad728

মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা):

কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিক শাহীন আলম কে তুলে নিয়ে নির্যাতন-এবং এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুরাদনগর প্রেসক্লাব। বুধবার দুপুর ২ টায় মুরাদনগর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচিতে অংশ নেয় মুরাদনগরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সংবাদকর্মী।




প্রতিবাদ কর্মসূচিতে মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের বলেন, শাহীন আলম একজন পরিচ্ছন্ন পেশাদার সাংবাদিক। সে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত সোমবার  ইফতার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ছবি তোলতে যায়। তারই জের ধরে দৈনিক আমাদের সময় ও কুমিল্লার কাগজের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি এবং দেবিদ্বার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম কে তুলে নিয়ে নির্যাতন করে এবং এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে একদল সন্ত্রাসী। খুবই দুঃখজনক বিষয় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা গ্রহণ করছে না দেবিদ্বার থানা পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপারের প্রতি আমার আহ্বান এ ঘটনায় জড়িত সকলকে অনতিবিলম্বে গ্রেফতার করে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।


ভুক্তভোগী সাংবাদিক শাহীন আলম বলেন, মৃত আবুল হোসেন চেয়ারম্যানের ছেলে এবং পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যানের ভাতিজা সন্ত্রাসী সাইফুল ইসলাম বাবু। সে দেবিদ্বার উপজেলা সদর বাজারে এবং সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজিতে লিপ্ত। সাংবাদিক শাহীন আলম বিভিন্ন সময় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য ছবি তুলতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে ইফতার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ছবি তুলতে গেলে সুযোগ পেয়ে সন্ত্রাসী বাবু বাহিনী তার উপর হামলা চালায়। তাকে পিটিয়ে রক্তাক্ত করে সেখান থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দ্বিতীয় দফায় মারধর করে ক্যামেরা এবং সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়া হয়। পরে শাহীনের স্ত্রীর কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বামীর প্রান বাঁচাতে স্ত্রী এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের কাছ থেকে সাংবাদিক শাহীনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 



এ সময় উপস্থিত ছিলেন- মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবকণ্ঠের মাহবুব আলম আরিফ, ইত্তেফাকের মোশাররফ হোসেন মনির, দেশ রূপান্তরের শফিকুল ইসলাম, ইনকিলাবের মনির খান, সময়ের আলোর ফাহাদ রহমান, আমার সংবাদের এম এইচ শুভ, খোলা কাগজের আরিফ গাজী, বর্তমানের মাহফুজুর রহমান, সরেজমিনের কেএম সারফিন শাহ, মাতৃভূমির খবরের আহসান হাবীব শামীম প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS