সাধারণ মানুষ আজ পরিবর্তন চায়”—এই আহ্বানে কুমিল্লা মহানগরীতে ধারাবাহিক নির্বাচনী সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিনব্যাপী তিনটি পৃথক আয়োজনে দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং সবগুলো সভায় জনগণের সামনে তুলে ধরেন দাড়িপাল্লা প্রতীকের পক্ষে দলীয় বার্তা।
তিনটি সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,“সাধারণ মানুষ আজ পরিবর্তন চায়। তারা আর দুর্নীতি, বৈষম্য, অবিচার ও অস্থিরতা চায় না। তারা আগামীর বাংলাদেশকে দেখতে চায় একটি বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী রাষ্ট্র হিসেবে। দাড়িপাল্লার পক্ষে একটি গণজাগরণ গড়ে উঠছে ইনশাআল্লাহ।
শ্রমজীবী মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা এমন একটি সমাজ চাই যেখানে পরিশ্রমী মানুষের সম্মান থাকবে, অধিকার নিশ্চিত হবে।
আপনারা যদি দাড়িপাল্লা প্রতীকে ভোট দেন, ইনশাআল্লাহ কুমিল্লা-৬ আসন থেকে ইসলামী রাজনীতির বিজয় হবে এবং একটি জনবান্ধব রাষ্ট্র গঠনের পথ সুগম হবে।”
বিকেল ৫:৩০টায় মহানগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত কেন্দ্র কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড আমীর প্রফেসর জাহাঙ্গীর হোসেন,
সঞ্চালনা করেন ৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোঃ আক্তার জামিল।
এছাড়া উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড আমীর মোঃ ফকরুল ইসলাম, শিবির সভাপতি মোঃ ইসমাইল হোসেন রাফি, সঞ্চালনায় ছিলেন ৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ও মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিচালক মোঃ আক্তার জামিল।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন:
৮ নম্বর ওয়ার্ড আমীর ও শেখ ফজিলাতুন্নেছা হাই স্কুল কেন্দ্র পরিচালক মোঃ ফকরুল ইসলাম
ওয়ার্ডের শিবির সভাপতি মোঃ ইসমাইল হোসেন রাফি
পলাশবাড়ী ইউনিট সেক্রেটারি মোঃ বেলাল হোসেন (কোরআন তেলাওয়াত)
শেখ ফজিলাতুন্নেছা হাই স্কুল কেন্দ্র সহকারী পরিচালক মোঃ সাদেক চৌধুরী
কারিগরি কেন্দ্র পরিচালক মোঃ মমিনুর রহমান ও সহকারী পরিচালক মোঃ মাইন উদ্দিন
মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহকারী পরিচালক আক্তার হোসেন মনু
সন্ধ্যা ৭:৩০টায় আদর্শ সদর দক্ষিণ থানায় অনুষ্ঠিত হয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাচনী কর্মী সভা। সভাপতিত্ব করেন মোঃ নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন মহানগর ফেডারেশনের সেক্রেটারি ফয়েজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহ-সভাপতি মাস্টার সফিউল্লাহ, এবং সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান।
রাত ৮টায় নিউমার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনশেষের ভোটার সমাবেশ। সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড আমীর মোঃ আশিকুল ইসলাম আমিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ মাহমুদুল হাসান সোহেল।
কোরআন তেলাওয়াত করেন মোঃ আবদুর রব, এবং বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা মোঃ মিজানুর রহমান ও মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।
তিনটি নির্বাচনী সভায় কাজী দ্বীন মোহাম্মদ জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের সূচনা কুমিল্লা থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। তিনি দাড়িপাল্লা প্রতীকে সমর্থন জানিয়ে একটি ইনসাফভিত্তিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে অংশ নেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।