ঢাকা | | বঙ্গাব্দ

"লোটপাট থাকবে না, চাঁদাবাজি থাকবে না" হিন্দুদের উঠান বৈঠকে কাজী দ্বীন মোহাম্মদ

author
Reporter

প্রকাশিত : Aug 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
তৌহিদ হোসেন সরকার,কুমিল্লা!
কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের জামায়াত মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আমাদের রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে—লোটপাট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বৈষম্য থাকবে না। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

শনিবার বিকেল ৫:৩০ মিনিটে কুমিল্লা মহানগরের ১১ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ রোড এলাকায় হিন্দু সম্প্রদায়ের সাথে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে আল্লাহর মেহেরবানিতে জামায়াতে ইসলামী বিজয়ী হলে দেশে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষা করা হবে। যার যা হক, সে তা পাবে। কারো অধিকার হরণ হবে না, বরং সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হবে।”

উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান। মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড জামায়াত আমীর মোঃ আশিকুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন  সৈয়দ আতিকুর রহমান, মন্টু চন্দ্র শীল, দিপক দাস, প্রদীপ শীল, কার্তিক শীল, নান্টু শীল, মানিক বাবু, অঞ্জনা, মুক্তা, শ্রাবন্তি, তুলসী গোস্বামী, মৌ চক্রবর্তী, অর্চনা গোস্বামী, নিপা গোস্বামী এবং শেফালী রানী শীল আরও অনেক নারি পুরুষ ও যুব সমাজের ছেলেরা স্বতস্ফুর্ত অংশগ্রহন করে দাড়িপাল্লা ভোট দেয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন


তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে বলেন, “এই দেশ সব ধর্ম-বর্ণের মানুষের। সবাই মিলে একসাথে থেকে দেশ গড়াই আমাদের লক্ষ্য।” উঠান বৈঠকে অংশগ্রহণকারীরাও তার এ বক্তব্যকে সাধুবাদ জানান এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS