ঢাকা | | বঙ্গাব্দ

জামিন চাইতে গিয়ে কারাগারে মন্ত্রীর জামাই

author
Reporter

প্রকাশিত : Jul 4, 2022 ইং
ছবির ক্যাপশন:
ad728

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গত নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ দলীয় মেয়রপ্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী বিএনপি নেতা ছাবির আহমদ চৌধুরীর চাচাতো ভাইকে ছুরিকাঘাতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।



সোমবার (৪ জুলাই) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমুর সরকারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের মৃত গোলাম রব্বানীর ছেলে। এছাড়া তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের জামাতা।



মামলার বিবরণে জানা যায়, গত পৌর নির্বাচনের দুদিন আগে ২০২১ সালের ১৫ জানুয়ারি আওয়ামী লীগ দলীয় মেয়রপ্রার্থী রাহেল চৌধুরীর লোকজন প্রতিপক্ষ প্রার্থী বিএনপি নেতা ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের ওপর হামলা করেন। একপর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীরর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রাহেল চৌধুরী। তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS