ঢাকা | | বঙ্গাব্দ

ভেসে যাবে জ্বলে যাবে তবুও নিঃশেষ হয়ে যাবেনা - আসিফ আকবর

author
Reporter

প্রকাশিত : Dec 28, 2023 ইং
ছবির ক্যাপশন:
ad728

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ফেসবুক স্টাটাস


গায়ক সোহেল মেহেদীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। হঠাৎ করেই পাবনার পাকশী গিয়েছিলাম ঘুরতে। সেখানে রিসোর্টে না উঠে উঠলাম সোহেল মেহেদী পত্নী সিলভীদের বাসায়। বাবা মায়ের মৃত্যূর পর অভিভাবক আছে এমন পরিবারের সাথে মিশতে আমার ভাল লাগে, একটা বিশেষ অনভুতি  কাজ করে। সিলভীর বাবা মায়ের সাথে দুইদিন থেকেছি, অদ্ভূত এক মায়ায় যেন জড়িয়ে গেলাম উনাদের সাথে। 


সিলভীর বাবা জনাব সিরাজ সরদার পাকশী থেকে ধানের শীষ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৯১, ৯৬ সালের জাতীয় নির্বাচনে। যদিও পরবর্তীতে তিনি কেন্দ্র থেকে তিনি নিগৃহীত হয়েছেন বারবার ! সিরাজ সরদার নিজের মত করে দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। উনার বাসায় লোকজনের অবাধ যাতায়াত দেখে  মনে হলো এটা একটা অতিথিশালা। সাধারন মানুষ সম্মানের সঙ্গে উনার নাম উচ্চারন করেন। দুপুরের খাবার শেষ না হতেই তিনি বেরিয়ে গেলেন, বললেন দলীয় কর্মীদের সাথে মিটিং আছে, আমিতো অবাক! নিজের জটিল শারীরিক অসুস্থ্যতা  কখনও অজুহাত হয়ে দাঁড়ায়নি, নানারকম প্রলোভনেও দলকে ছেড়ে যাননি। প্রায় আটচল্লিশ ঘন্টা অবস্থান শেষে আমি একজন প্রকৃত জাতীয়তাবাদী জননেতা খুঁজে পেলাম। উনার পুরো পরিবারকে তৈরী করেছেন সেইম মানসিকতায়। আমি সমসময় বিশ্বাস করি- জাতীয়তাবাদীরা পিঁপড়ার মত হয়। পিষে যাবে ভেসে যাবে জ্বলে যাবে তবুও নিঃশেষ হয়ে যাবেনা, আবারও দলবদ্ধ হয়ে মার্চ করবে। দেশের জন্য একদিন ডানা মেলবে আগুনপাখীর মত। 


সিরাজ আঙ্কেলের সাথে আমার এই স্বাক্ষাৎটা কাকতালীয় হলেও খুব প্রয়োজন ছিল। একজন সাচ্চা জাতীয়তাবাদীর কাছ থেকে দীক্ষা নিলাম। মজার ব্যাপার হলো সিরাজ আঙ্কেলের সাথে আমার কোন রাজনৈতিক কথাই হয়নি, তিনি শুধু স্নেহ দিয়ে গেছেন। আর এই স্নেহের কৃতজ্ঞঁতাপাশে আবদ্ধ থাকবো সারাজীবন। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি আঙ্কেল।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS