ঢাকা | | বঙ্গাব্দ

আন্নেরা এডিট করি ভোটার বাড়াই দিয়েন'

author
Reporter

প্রকাশিত : May 5, 2024 ইং
ছবির ক্যাপশন:
ad728

সকাল ৯টা। কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। অন্যান্যের মতো এ ভোটকেন্দ্রের বাইরেও মানুষের জটলা নেই। একটু পরপর মোবাইল টিম কেন্দ্র ঘুরে যাচ্ছে। বাইরে র্যাব টিমের টহল। ভোটার লাইনে ১৮-১৯ বয়সী পাঁচ-ছয়জন তরুণকে অপেক্ষমাণ দেখা গেছে। এছাড়া ভোটার ছিল হাতেগোনা।

অন্যান্য ভোটারদের মতো তারা কেন্দ্রে প্রবেশ করে ভোট দিচ্ছে না। গলায় একজন প্রার্থীর ব্যাজ ঝুলিয়ে তারা সারিতেই দাঁড়ানো ছিলেন। আপনারা ভোট দিচ্ছেন না কেন জানতে চাইলে তরুণরা বলেন, 'আমরা ভোট দিলে বাইরে ভোটার দেখা যাবে না।' এসময় আরেকজন তরুণ আঞ্চলিক ভাষায় বলে ওঠেন, ' আন্নেরা সাংবাদিকেরা এডিট করি (ছবি এডিট করে ভোটার বেশি দেখানো) ভোটার বাড়াই দিয়েন।'

বুথে ডুকে দেখা যায়, গোপন কক্ষে ৩জনে মিলে ব্যালটে সিল মারছেন

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, এখানে মোট ভোটার ২৫৬০জন। সব বুথে কিছু ভোট পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারও বাড়বে বলে আশা করি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS