ঢাকা | | বঙ্গাব্দ

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করল কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট

author
Reporter

প্রকাশিত : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কুমিল্লা পলিটেকনিক প্রতিনিধি, 

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চিফ ইন্সট্রাক্টর আলী আজম, ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক শাখার সভাপতি রিফাত মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পলিটেকনিক শাখার সমন্বয়ক মো. আল আমিন, ছাত্রদল পলিটেকনিক শাখার আহ্বায়ক ইমন হোসেন এবং বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি কুমিল্লা শাখার সভাপতি রেদওয়ানউল্লাহ মজুমদার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খান। তিনি বলেন, "পরিশ্রম করে স্কিল অর্জন করতে হবে। দেশের কারিগরি শিক্ষা উন্নয়নে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।" তিনি আরও বলেন, "যত দ্রুত সম্ভব ছাত্রাবাস ও একাডেমিক ভবনগুলোর সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু করা হবে।"

সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, "প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সরাসরি যোগাযোগ ও দিকনির্দেশনা আমাদের কাজের গতি আরও বাড়াবে। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"

সভাটি ছিল শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, উন্নয়ন পরিকল্পনা এবং চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS