কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন বহিস্কৃত যুব মহিলালীগ নেত্রী শামীমা নুর পাপিয়া। আজ সোমবার দুপুরে ডাকযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তার জামিনআদেশ পায় কুমিল্লা কারা কতৃপক্ষ।
এ জামিনআদেশ প্রাপ্তির পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যা পৌনে ছয়টায় তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, বিকেলে জামিনআদেশ সংক্রান্ত কাগজপত্র কারা কতৃপক্ষের কাছে পৌঁছলে যাচাই-বাছাই শেষে শামীমা নুর পাপিয়াকে কুমিল্লা কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
জানা গেছে, গত ২০২৩ সালের ৩ জুলাই বহিস্কৃত যুবলীগ নেত্রী পাপিয়াকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে অবস্থানের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
আরো জানা যায়, এর আগে পাপিয় ৫ টি মামলা থেকে জামিন প্রাপ্ত হন। এ পর্যন্ত এ মামলা সহ তিনি ৬ টি মামলা থেকে জামিনলাভ করলেন।