নিজস্ব প্রতিবেদক ।। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় এক যুগেরও বেশি সময় দেশের বাইরে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, কুমিল্লা -৩ (মুরাদনগর) আসনের ৫ বারের নির্বাচিত সাবেক এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সম্প্রতি মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন তিনি।
আগামী ২৮ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের। এ খবর শুনে তার তুরস্কের ইস্তাম্বুলের বাসায় স্বপরিবারে সাক্ষাৎ করতে আসেন তুরস্কের মাননীয় সংসদ সদস্য ডগান বেকিন ( Mr. Doğan Beki̇n)। সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে মুরাদনগরসহ দেশের মানুষ আনন্দিত হলেও তুরস্কের সামাজিক,রাজনৈতিক ও সেখানের অধিবাসীদের মাঝে দুঃখবোধ হচ্ছে।