আল্ আমিন শাহেদ- হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার হোমনা উপজেলার কলাগাছিয়া গ্রামে 'বন্ধন সামাজিক সংগঠন'-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল শনিবার কলাগাছিয়া এম. এ. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজনটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে এলাকার কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাগাছিয়া এম. এ. উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষানুরাগী প্রফেসর আবদুলগনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোফাইবার গ্রুপের জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলম সরকার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করে বক্তব্য রাখেন অন্যান্য অতিথিবৃন্দ। তাদের মধ্যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ সালেহের বাদল, অভিভাবক সদস্য আঃ আকিজ ভুঁইয়া, কলাগাছিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুনুর রশিদ, সাবেক অভিভাবক সদস্য মোঃ কামালউদ্দিন সরকার এবং ইউপি সদস্য মোঃ বাছির।
অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন জজকোর্ট, কুমিল্লার অ্যাড. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কলাগাছিয়া এম. এ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও ভালো ফল করার জন্য অনুপ্রাণিত করেন।
'বন্ধন সামাজিক সংগঠন'-এর এই উদ্যোগকে এলাকার মানুষজন বিশেষভাবে প্রশংসা করেছেন। তারা মনে করেন, এই ধরনের সংবর্ধনা আগামী প্রজন্মের শিক্ষার্থীদের আরও ভালো ফল করতে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করতে উৎসাহিত করবে।