ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় বালক- বালিকাদের সাতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন

author
Reporter

প্রকাশিত : May 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কুমিল্লায় বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতা এবং সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুমিল্লার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন বালক-বালিকা অংশগ্রহণ করেন। 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায়  কুমিল্লা জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতা এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ কর্মসূচীর ২১ টি সেশনে বাছাইকৃত ২০ জন বালক ও ২০ জন বালিকা সাঁতারু অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোঃ সামসুজ্জামান। জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহির তাজওয়ার ওহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS