মির্জা নুরুন্নবীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সঞ্চালনা করেন ড্যাব কুমিল্লার সেক্রেটারি ডা. আবু তাহের মুহিত এবং সভাপতিত্ব করেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মাসুম হাছান।
স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। কুমিল্লা মহানগর বিএনপির সেক্রেটারি ইউসুফ মোল্লা টিপু। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সান মেডিকেল কুমিল্লার চেয়ারম্যান, ডা. আব্দুল লতিফ। কুমিল্লা টাউনহলের এডহক কমিটির সদস্য, সাজ্জাদুল কবির সাজ্জাদ।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা, রক্তের গ্রুপ নির্ণয় এবং জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল তাদের মূল লক্ষ্য। জুলাই-আগস্ট মাসে বিএনপির গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের ইতিহাস স্মরণে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই রক্তদান কর্মসূচি তারই অংশ।
নিউজটি আপডেট করেছেন : Reporter