ঢাকা | | বঙ্গাব্দ

সেনাসদরে ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের পরিদর্শন

author
Reporter

প্রকাশিত : Jul 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ঢাকা, ৩০ জুলাই ২০২৫ (বুধবার): আজ সেনাসদরে কমান্ড্যান্ট, এনডিসি-এর নেতৃত্বে ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’ কর্তৃক পরিচালিত মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীরা সেনা সদর দপ্তর পরিদর্শন করেন। উক্ত প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, সিভিল সার্ভিস, বিচার বিভাগ,  শিক্ষা, গণমাধ্যম, কূটনৈতিক অঙ্গন, আইন, অর্থ, স্বাস্থ্য, শিল্প, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা থেকে আগত ৪৫ জন জ্যেষ্ঠ স্কলার অংশগ্রহণ করেন । এ বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ নিঃসন্দেহে জাতীয় কৌশলগত চিন্তা, সামরিক-অসামরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ে নীতিগত সমন্বয়কে উৎসাহিত করার জন্য একটি সমৃদ্ধ পরিবেশ তৈরি করবে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, ক্যাপস্টোন কোর্স ফেলোদের সেনাসদরে স্বাগত জানিয়ে তাদেরকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সামরিক অপারেশনস্‌ পরিদপ্তরের পরিচালক একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন । এ সময়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং সেনা সদরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Visit of ‘CAPSTONE 2025/02’ Course Delegation to Army Headquarters

Dhaka, 30 July 2025 (Wednesday): Today, under the leadership of  Commandant of National Defence College (NDC), participants of prestigious ‘CAPSTONE 2025/02’ course conducted by NDC visited Army Headquarters. Visiting delegation comprised 45 senior scholars from Armed Forces, Civil Service, Judiciary, Academia, Media, Diplomatic Corps, Law, Finance, Health, Industry, Law Enforcement Agencies and other key sectors. This diverse participation undoubtedly fosters a rich environment conducive to promoting national strategic thinking, civil-military cooperation, and high-level policy coordination.

Chief of Army Staff of Bangladesh Army, General Waker-Uz-Zaman, SBP, OSP, SGP, psc, warmly welcomed CAPSTONE course fellows to Army Headquarters and expressed his heartfelt appreciation, acknowledging them as vital partners in national development. On the occasion, Director of Military Operations Directorate delivered an informative presentation outlining current operational strategies and future plans of Bangladesh Army. Chief of General Staff of Bangladesh Army along with other senior officials of Army Headquarters, were also present during the event.

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS