ঢাকা | | বঙ্গাব্দ

বাঙ্গরায় ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

author
Reporter

প্রকাশিত : Aug 21, 2025 ইং
গাঁজাসহ আটক ছবির ক্যাপশন: গাঁজাসহ আটক
ad728
মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবাহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের নুর ইসলামের ছেলে  বোরহান(৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে মোঃ কাউছার(২৮), একই গ্রামের সিন্টু মিয়ার ছেলে মোঃ ইসমাইল মিয়া(৩২) ও  ছাহেদ মিয়ার ছেলে মোঃ মাছুম(১৯)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই নিংওয়াই মারমা,বিএম আল আমিন ইসলাম তার সঙ্গীও ফোর্স নিয়ে ঘোড়াশাল-শ্রীকাইল সড়কের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS