মো: গিয়াস উদ্দিন.
কুমিল্লা থেকে বাগড়া রোডের দীর্ঘদিনের ভাঙাচোরা ও গর্তে ভরা রাস্তায় অবশেষে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা-৫ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ প্রার্থী হাজী জসিম উদ্দিন।
বুড়িচং উপজেলার কালিকাপুর ও ফকির বাজার সহ আশেপাশের এলাকার রাস্তাজুড়ে বড় বড় গর্ত ও জমে থাকা পানিতে পথচারী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। এলাকাবাসীর এই ভোগান্তি চোখে না সহ্য করে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে এবং জসিম উদ্দিন ফাউন্ডেশন নেতাকর্মী ও স্থানীয় মানুষকে নিয়ে সরাসরি রাস্তায় নেমে পড়েন তিনি হাতে কোদাল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিশে রাস্তা সংস্কারের কাজে অংশ নেন।
হাজী জসিম উদ্দিন বলেন, “মানুষের কষ্ট কমানোই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। সরকারের দায়িত্ব হলেও সাধারণ মানুষের স্বার্থে আমি সবসময় প্রস্তুত আছি,আমার এই কাজ চলমান থাকবে।
স্থানীয় জনগণ ও পথচারীরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, এ ধরনের মানবিক কাজ আগেও তিনি করেছেন। করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ভয়াবহ বন্যায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া—প্রতিবারই তিনি প্রমাণ করেছেন যে তিনি মাটি ও মানুষের নেতা।
এলাকার মানুষের আশা, আগামী দিনেও জনস্বার্থে হাজী জসিম উদ্দিন এমন দৃষ্টান্ত স্থাপন করে যাবেন।