ঢাকা | | বঙ্গাব্দ

নতুন কমিটি ঘোষণায় কুমিল্লায় জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আনন্দ র্র্যালি

author
Reporter

প্রকাশিত : Sep 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
আবদুর রহিম।।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদ কর্তৃক কুমিল্লা বিভাগের পাঁচটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছে কুমিল্লা জেলাসহ ৫ টি ইউনিট।

২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পূর্ব গেইট থেকে কুমিল্লা জেলার আহবায়ক মোঃ আশ্রাফুজ্জামান নোমান ও সদস্য সচিব ফারুক আহমেদের নেতৃত্বে র‍্যালিটি শুরু হয়ে আদালত চত্তর অতিক্রম করে ফৌজদারি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ র্র্যালিতে  খালেদা জিয়া ও তারেক রহমান স্লোগানে মুখরিত হয়ে উঠে আদালত প্রাঙ্গন।

বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন, জেলা শাখার যুগ্ম আহবায়ক আলী হোসেন, মামুনুর রশিদ মামুন এবং তামজিদ হোসেন।

এছাড়াও  উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইন কলেজ ইউনিট আহবায়ক এস.এম.এম মহিউদ্দিন ও সদস্য সচিব সালেহ আহমেদ সৈকত। বি.বি ল’ কলেজ ইউনিটের
আহবায়ক ফখরুজ্জামান মজুমদার সোহান এবং সদস্য সচিব কামরুল হাছান কামরুল। সিসিএন বিশ্ববিদ্যালয় ইউনিটের আহবায়ক মিনহাজুল আলম খান ও সদস্য সচিব গোলাম মোস্তফা। ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের আহবায়ক শরীফ মিয়া ও সদস্য সচিব ফরহাদ উদ্দীন।


বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় সংসদের আহবায়ক এম আবু ফয়েজ ও সদস্য সচিব বিল্লাল হোসেন বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শাখার আহবায়ক মোঃ আশ্রাফুজ্জামান নোমান।

তিনি বলেন, আজকের এই র‍্যালি আমাদের ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ। বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের প্রতিটি ইউনিটই এখন আরও বেশি সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং দায়িত্বশীল হয়ে কাজ করবে। এই তরুণ প্রজন্মই আগামী দিনে অধিকার আদায়ের অগ্রণী সৈনিক হবে।


র‍্যালিতে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে এবং সংগঠনের লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS