রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা, নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শিবিরের ধারাবাহিক সাইবার বুলিংয়ের প্রতিবাদে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটক প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, শিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নারী শিক্ষার্থীদের ভয়ভীতি, হুমকি ও হেনস্থার মাধ্যমে শিক্ষাঙ্গনে এক ধরনের সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি করছে। তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে শিক্ষার সুযোগ ও নারীবিদ্বেষী তৎপরতা চালানো হচ্ছে।
কুমিল্লা পলিটেকনিক ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আজ হুমকির মুখে। আমরা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করব না। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।”
এসময় বক্তারা আরো বলেন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণ, সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা এবং শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান।