কুমিল্লার নাঙ্গলকোটে আগামী ২০ সেপ্টেম্বর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে জোড্ডা পূর্ব ইউনিয়নে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান (ফোরকান মুন্সি) ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন।
ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীহাস্য বাজারে এসে শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন, সাবেক দপ্তর সম্পাদক সিয়াব উদ্দিন,৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক সজিব,১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইউসুফ মিয়া,২নং ওয়ার্ড ছাত্রনেতা রাছেল মিয়াজী,৩ নং ওয়ার্ড ছাত্রনেতা নুরে আলম,তারেক আহমেদন৪নং ওয়ার্ড ছাত্রনেতা নাঈম উদ্দিন, ফরিদ মিয়াজী,রিয়াদ মিয়াজী,৫ নং ওয়ার্ড ছাত্রনেতা মামুন আহমেদ,দাউদ ৭ নং ওয়ার্ড ছাত্রনেতা জামাল উদ্দিন, রায়হান আহমেদ,আরিফ আহমেদ, জাবেদ আহমেদ,মিজান উদ্দিন ৮ নং ওয়ার্ড ছাত্রনেতা সাদ্দাম আহমেদ, ফরহাদ,নজরুল ইসলাম,৯ নং ওয়ার্ড ছাত্রনেতা সাইফুল ইসলাম।প্রমুখ
অনুষ্ঠান শেষে অলিউর রহমান (ফোরকান মুন্সি) বলেন, দীর্ঘ ১৮ বছর পর নাঙ্গলকোট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ জোড্ডা পূর্ব ইউনিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা হবে।
সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন বলেন, ইনশাআল্লাহ আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে সম্মেলনকে সফল করব।