বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কৌশলগত মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গঠন অত্যন্ত জরুরি।
শনিবার রাজধানীর গুলশানে এক হোটেলে "গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা" শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে। অপসংস্কৃতি ও ফ্যাসিবাদি রাজনীতির বিলুপ্তি ঘটাতে হলে নতুন রাজনৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।"
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, "রাষ্ট্রকে প্রকৃত গণতন্ত্রে রূপান্তর করতে হলে একটি নির্বাচিত সরকার ও কার্যকর সংসদ প্রতিষ্ঠা করা দরকার। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু পরস্পরের প্রতি সহনশীলতা বজায় রাখতে হবে।"
তিনি রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক ঐক্যের ভিত্তি গড়ে তোলার আহ্বান জানান।