সহ-সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ।
ফল ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু ডাকসুর ভিপি ও জিএস আসলে কী কী ক্ষমতা ও সুবিধা ভোগ করেন।