ঢাকা | | বঙ্গাব্দ

লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ. লীগের নেতা-কর্মীদের

author
Reporter

প্রকাশিত : Sep 13, 2025 ইং
লডনে বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ। ছবির ক্যাপশন: লডনে বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ।
ad728

স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম দু’টি অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশের জুলাই মাসের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (SOAS) এবং বাংলাদেশ হাইকমিশন একটি আলোচনা সভার আয়োজন করে।

বিকেল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে নির্ধারিত সময়েই উপদেষ্টা মাহফুজ আলম যোগ দেন। এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সোয়াসের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে উপদেষ্টার আগমনের সময় নিরাপত্তা বাহিনীর সহায়তায় কোনো সমস্যা হয়নি। সোয়াসের অনুরোধে আগে থেকেই লন্ডন মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা গ্রহণ করেছিল।

তবে উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা অনুষ্ঠানস্থলে প্রবেশের পর পার্কিং এলাকায় থাকা গাড়ির ওপর দুষ্কৃতকারীরা ডিম নিক্ষেপ করে। অনুষ্ঠান শেষে উপদেষ্টা ও কর্মকর্তারা একাধিক গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হলে কয়েকজন বিক্ষোভকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং গাড়িগুলোর ওপর ডিম নিক্ষেপ করেন।

তবে দ্রুত পুলিশ হস্তক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পুরো ঘটনার সময় লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেয়।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS