জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে 'শেখ হাসিনার বিচার চাই', 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন', 'শাপলার বিচার চাই', 'পিলখানার বিচার চাই'—এমন সব রাজনৈতিক ও মানবিক স্লোগানে।
স্লোগান দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি জানান, সরকারপন্থী নীতির বিরুদ্ধে অবস্থান নিতে এবং আন্তর্জাতিক বিষয়ে যেমন ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ছাত্রসমাজের জোরালো ভূমিকা থাকা উচিত।
এই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এরপর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ উপস্থিত হয়ে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে ফলাফল ঘোষণার পূর্বে এমন স্লোগান ও প্রতিবাদ কার্যক্রম রাজনৈতিক সচেতনতারও বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।