ঢাকা | | বঙ্গাব্দ

বারবার অনুরোধের পর ইলিশ ভারতে যাচ্ছে: মৎস্য উপদেষ্টা

author
Reporter

প্রকাশিত : Sep 13, 2025 ইং
প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ছবির ক্যাপশন: প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
ad728

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর):  বারবার অনুরোধের পর প্রতিবেশী দেশ হিসেবে ভারতে এবার ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘দেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর অন্য চিন্তা। এর আগেও একই কথা বলেছিলাম। দুর্ভাগ্যবশত প্রতিবেশী দেশ হিসেবে তাদের জন্য ইলিশ পাঠাতে হয়েছে। তবে এবার চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছে, দামও বাড়িয়ে রাখা হয়েছে।’



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS