ঢাকা | | বঙ্গাব্দ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

author
Reporter

প্রকাশিত : Sep 14, 2025 ইং
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি সংগৃহীত ছবির ক্যাপশন: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি সংগৃহীত
ad728

সিলেটের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারের ঘটনায় দায়ের করা এক রিটের প্রেক্ষিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে শোকজ করেছেন আদালত।
গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এই শোকজ আদেশ জারি করেন। আদালত জেলা প্রশাসককে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
তবে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত শোকজ নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
আদালত সূত্রে জানা গেছে, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবেদা হক ও অপর এক শিক্ষককে বহিষ্কার করায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনের বিরুদ্ধে রিট দায়ের করা হয়। এই রিটের শুনানির পরিপ্রেক্ষিতেই আদালত জেলা প্রশাসককে কারণ দর্শানোর নির্দেশ দেন।
শোকজ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আবেদা হকের আইনজীবী অ্যাডভোকেট ইরশাদুল হক।
এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক সিদ্ধান্ত, শিক্ষক অধিকার ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনার দিকে এখন নজর রেখেছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS