খুলনার সদর থানার সামনে অবস্থিত স্টার হোটেলের একটি কক্ষ থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে হোটেলের ৪০১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত তৌহিদুর রহমান তুহিন খুলনার লবণচরা থানাধীন মতিয়াখালী ৫ম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার মাসুম হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং মরদেহটি উদ্ধার করে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ থেকে ফেনা বের হচ্ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে, তিনি কোনো উত্তেজক বা বিষক্রিয়াজনিত কিছু সেবনের পর মারা যেতে পারেন। সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।