ঢাকা | | বঙ্গাব্দ

২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

author
Reporter

প্রকাশিত : Sep 14, 2025 ইং
জামায়াতে ইসলামে যোগ দেয়া সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: সময় সংগ্রহীত ছবির ক্যাপশন: জামায়াতে ইসলামে যোগ দেয়া সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: সময় সংগ্রহীত
ad728

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা দলে যুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।

জানা গেছে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জন জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যুক্ত হন।

যোগদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন: শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরীসহ আরও অনেকে।

এ বিষয়ে অধ্যাপক লতিফুর রহমান বলেন, “বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীর মাঝে জামায়াতের দাওয়াত পৌঁছালে তারা সদস্য ফরম পূরণ করে আমাদের প্রতি সমর্থন জানান। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এ দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত হবে।”

এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ জামায়াতে ইসলামীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের প্রকাশ্য যোগদান বাংলাদেশে বিরল ঘটনা।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS