ছাবিকুন্নাহার নুর,
বিশ্ববিদ্যালয় নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্রদলের ভরাডুবির পেছনে রাজনৈতিক কৌশলের ঘাটতি ও আত্মবিশ্লেষণের অভাবই মূল কারণ বলে মন্তব্য করেছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুমিন ফারহানা।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে রুমিন বলেন, "বিএনপি ১৫ বছরের রাজনৈতিক ট্রমা থেকে একটু দম নিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা খুবই রিল্যাক্স মুডে ছিলাম। এটা না নিলেই ভালো হতো।"
তিনি বলেন, "ডাকসু বা জাকসুর মতো ছাত্রনির্বাচন সম্পূর্ণ ছাত্রভিত্তিক হলেও জাতীয় নির্বাচন অনেক বিস্তৃত ও কৌশলনির্ভর। ৩০০ আসনে লড়াই হয়, এবং এখানে বিএনপি আর রিল্যাক্সড মুডে থাকবে না।"
রাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থীর প্রশাসন নিয়ে অভিযোগ প্রসঙ্গে রুমিন বলেন, "যদি সন্দেহ থাকে, তবে সেটা স্পেসিফিক করে বলা উচিত। হেরে গেলে সব সময় কারচুপির দোহাই না দিয়ে আত্মবিশ্লেষণে যেতে হবে। প্যানেলের একজন প্রার্থীও না জেতা মানেই এটা ভরাডুবি।"
জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির চ্যালেঞ্জ নিয়েও সতর্ক করেন তিনি। বলেন, "বিএনপির প্রার্থী বাছাই নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধ হতে পারে। একই আসনে যোগ্য প্রার্থী একাধিক থাকেন, যেটা মনোনয়ন বিতর্ক তৈরি করতে পারে।"
অন্যদিকে, জামায়াতে ইসলামীকে সাংগঠনিকভাবে অনেক সুশৃঙ্খল দাবি করে রুমিন বলেন, "জামায়াতে এই সমস্যা নেই। যদি তারা বলে কলাগাছ দাঁড়াবে, তাও তারা মানে নেয়। একসময় জামায়াতের আমির বলেছিলেন, তাদের কিছু গঠন আর্মির মতো।"
রুমিনের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে ছাত্রদলের বিপর্যয়ের স্বীকারোক্তি ও বিএনপির ভবিষ্যৎ নির্বাচনী কৌশলের ইঙ্গিত হিসেবেও দেখছেন।