ঢাকা | | বঙ্গাব্দ

সাবেক মন্ত্রীর অর্থপাচার, ২ কর্মচারী গ্রেপ্তার

author
Reporter

প্রকাশিত : Sep 18, 2025 ইং
ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

ছাবিকুন্নাহার নুর,

ঢাকা, ৩আশ্বিন (১৮ সেপ্টেম্বর):   চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারকৃতরা হলেন আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার পরিবারের সদস্যসহ ৩১ জন এই মামলায় আসামি করা হয়েছে।

জানা যায়, ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় পাঁচটি ভুয়া প্রতিষ্ঠানের নামে খোলা একাউন্টে ২৫ কোটি টাকার টাইম লোন অনুমোদন করে অর্থ উত্তোলন ও পাচার করা হয়। ব্যাংকের নিজস্ব ক্রেডিট কমিটির ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ উপেক্ষা করে পরিচালনা পর্ষদ এই ঋণ অনুমোদন দেয়। পরে এই অর্থ আরামিট গ্রুপের মালিকানাধীন বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর ও নগদে উত্তোলন করা হয়।

অভিযুক্তরা বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী জাবেদ চট্টগ্রামের প্রভাবশালী রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে এবং তিনি ২০১৪-২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী ও ২০১৯-২০২৩ সাল পর্যন্ত পূর্ণ ভূমিমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিপুল সম্পত্তি কেনার অভিযোগে তদন্ত চলছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS