ঢাকা, ৩আশ্বিন (১৮ সেপ্টেম্বর): রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসি ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গত রোববার রাত ৯টায় বেতার বার্তার মাধ্যমে ডিএমপির ৫০টি থানার কর্মকর্তাদের উদ্দেশে এ বার্তা দেন তিনি। নির্দেশে বলা হয়, যে এলাকায় ঝটিকা মিছিল হবে, সেই থানার দায়িত্বপ্রাপ্ত ওসিসহ চারজন পরিদর্শক—তদন্ত, অপারেশনস, ও প্যাট্রল—সরাসরি দায়ী থাকবেন। দায়িত্বে অবহেলা করলে তাঁদের তাৎক্ষণিক প্রত্যাহার করা হবে।
এরপরই শেরেবাংলা নগর থানার দুই পরিদর্শককে প্রত্যাহার করা হয়, কারণ ওই এলাকায় একাধিকবার মিছিল হয়েছে। সূত্র জানিয়েছে, মিছিলকারীরা অনেক সময় ঢাকার বাইরের জেলা থেকে এসে হঠাৎ করে ছোট আকারে সড়কে বা গলিতে মিছিল করে, যার ফলে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারছে না।
এই ইস্যুতে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের প্রতি ঝটিকা মিছিলকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন।
ডিএমপি জানায়, চলতি বছরের এপ্রিল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ২৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এসব মিছিলে অংশ নিয়েছে। অভিযান এখনো চলমান।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. তালেবুর রহমান জানান, প্রতিদিনই থানা-পুলিশ ও ডিবি ঝটিকা মিছিলে জড়িতদের গ্রেপ্তার করছে। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে পুলিশের ভেতরেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।