ঢাকা | | বঙ্গাব্দ

ভিক্টোরিয়া কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের অনন্য আয়োজন: হাম্বা ভোজ ও শামে কাওয়ালি

author
Reporter

প্রকাশিত : Oct 16, 2025 ইং
ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে “হাম্বা ভোজ ও শামে কাওয়ালি” অনুষ্ঠান । ছবির ক্যাপশন: ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে “হাম্বা ভোজ ও শামে কাওয়ালি” অনুষ্ঠান ।
ad728

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান—“হাম্বা ভোজ ও শামে কাওয়ালি”। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে অনার্স শেষ বর্ষের বিদায়ী অনুষ্ঠান ও তামাদ্দুন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিভাগীয় প্রধান ফিরোজ-উল-আলম চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং নোয়াখালী সরকারি কলেজের প্রফেসর মোজাম্মেল হক। 

দিনব্যাপী এ আয়োজনের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. মোশাররাফ হোসাইন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। দুপুরে কলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয় “হাম্বা ভোজ”। 

এতে অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অপসংস্কৃতি সয়লাব থেকে মুক্তি ও সুস্থ সংস্কৃতির প্রচারে সন্ধ্যা থেকে “শামে কাওয়ালি” করে ইসলামিক স্টাডিজ বিভাগ। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের বিভিন্ন সংগঠন এবং কুমিল্লার সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীগুলো অংশ নেয়। 

এসময় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকেও সাধারণ শিক্ষার্থীদের পাশে বসে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS