ঢাকা | | বঙ্গাব্দ

ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩

author
Reporter

প্রকাশিত : Sep 19, 2025 ইং
দৈনিক ইত্তেফাক ছবির ক্যাপশন: দৈনিক ইত্তেফাক
ad728

ছাবিকুন্নাহার নুর,

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত ১৮ সেপ্টেম্বর সদর থানা রোড এলাকায় জয় ফার্মা ও এর পেছনে অবস্থিত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ফার্মেসির মালিক কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা এবং কর্মচারী শ্রী ধাম বাছার। এ সময় ২৩ লিটার মদ জব্দ করা হয়।

কিশোর কুমার সাহা লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী এবং পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। শ্রী ধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোর কুমার অবৈধভাবে থানারোড এলাকায় মদ বিক্রি করে আসছিলেন এবং বাড়ির সামনেই ওষুধের দোকানে মদ রাখা হতো। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS