ঢাকা | | বঙ্গাব্দ

বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে অন্য শক্তি দাঁড়াবে: ফজলুর রহমান

author
Reporter

প্রকাশিত : Sep 21, 2025 ইং
ফজলুর রহমান ছবির ক্যাপশন: ফজলুর রহমান
ad728
 

বিএনপির আলোচিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে বলেছেন, বিএনপি যদি বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষে স্পষ্ট অবস্থান না নেয়, তাহলে এ ক্ষেত্রে বিকল্প রাজনৈতিক শক্তি উঠে আসবে। তিনি বলেন, “বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয়, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দাঁড়াতে হবে না, তখন অন্য রাজনৈতিক শক্তিই উঠে আসবে।”

ফজলুর রহমান বলেন, তিনি নিজে পলিটিক্যাল সাইন্সের ছাত্র হিসেবে বিষয়গুলো ভালোভাবে বোঝেন। তিনি বলেন, “বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়, সেটিই ভালো, কারণ আমি নিজেও এই দলের সঙ্গে আছি।”

তিনি ইতিহাস তুলে ধরে জানান, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং তাদের দাবি ছিল যারা মুক্তিযুদ্ধ করছে, তারা ভারতের দালাল। তিনি বলেন, “২৫ থেকে ২৮ মার্চের মধ্যে টিক্কা খান পাঁচ লাখ মানুষ হত্যা করেছে, ৯০ হাজার মানুষকে বুড়িগঙ্গা থেকে কেরানীগঞ্জ পর্যন্ত হত্যা করেছে। তখন প্রথম যে ব্যক্তি টিক্কা খানের পা ধরে সালাম করে ‘আমি আপনার সঙ্গে আছি’ বলেছিল, তার নাম গোলাম আজম।”

ফজলুর রহমান আরও বলেন, “আপনারা ইতিহাসের ছবি দেখলেই বুঝবেন, গোলাম আজম টিক্কা খানের সঙ্গে দেখা করতে গিয়ে এই কথাই বলেছিলেন।”

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একক কৃতিত্ব হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “৭০ সালের নির্বাচনে শেখ মুজিবের দল এককভাবে জিতেছে। নৌকা মার্কা নিয়ে ৭১ শতাংশ ভোট পেয়েছে। জামায়াত পেয়েছে মাত্র ৬ শতাংশ, মুসলিম লীগ তিন ভাগে ভাগ হয়ে পেয়েছে ৮–১০ শতাংশ। ১৬২টি আসন পাওয়ার পরও শেখ মুজিব মওলানা ভাসানীর কাছে গিয়ে সালাম করে বলেছিলেন, ‘হুজুর, আমার সঙ্গে থাকেন।’ এবং প্রথমে ভাসানী বলেছিলেন, ‘মুজিব, তুমি স্বাধীনতা ঘোষণা করো, আমি তোমার সঙ্গে আছি।’”




 নুর/আকাশ টিভি



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS