দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম ও ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে উভয় পক্ষ ভূমিকম্প মোকাবিলায় ইতালির অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং দুদেশের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করার ওপর একমত পোষণ করেন।
উভয় পক্ষ দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ফারুক ই আজম ইতালির সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান এবং ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ইতালিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। এছাড়াও সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নুর/আকাশ টিভি