ঢাকা | | বঙ্গাব্দ

দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

author
Reporter

প্রকাশিত : Sep 25, 2025 ইং
সংগৃহীত ছবি ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি
ad728

দুর্নীতির মামলায় পলাতক আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইসহ মোট তিনজনকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। অপর দুজন হলেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।

দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুল আলম ও অন্য আসামিরা যোগসাজশ করে একটি ভুয়া প্রতিষ্ঠান “এএম ট্রেডিং”-এর নামে ঋণ প্রস্তাব ও অনুমোদনের ব্যবস্থা করেন। এর মাধ্যমে তারা ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৭০৮ টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে দুর্নীতির মাধ্যমে সেই অর্থ স্থানান্তর ও রূপান্তর করে ৩৪০ কোটি টাকা এস আলম সুপার ওয়েল লিমিটেডে সরিয়ে নেওয়া হয়।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর আওতায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে। আদালতে দাখিলকৃত আবেদনে বলা হয়, আসামিরা বর্তমানে বাংলাদেশ থেকে পলাতক রয়েছেন। এজন্য তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশনা প্রার্থনা করা হয়।

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS