শেখ হাসিনার জন্মদিন আগামী
রবিবার (২৮ সেপ্টেম্বর) উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দেশজুড়ে মিছিলের
আয়োজন করছে। দলটির নেতারা মনে করছেন, এদিনের কর্মসূচিই হবে শেখ হাসিনার জন্মদিনের সবচেয়ে
বড় ‘উপহার’। মিছিল ও জমায়েতের পরিকল্পনায় দেশে ও বিদেশে থাকা নেতারা সহযোগিতা করছেন।
গাজীপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও ঢাকার কিছু দায়িত্বশীল
নেতা সমন্বয় করছেন।
রাজধানীতে প্রবেশমুখের ৭ থেকে
৮ স্থানে বড় পরিসরে মিছিল ও জমায়েত করে শোডাউন করার পরিকল্পনা রয়েছে। শেষ কয়েক দিনের
ছোট ঝটিকা মিছিলকে ‘রিহার্সেল’ হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের
(ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, রাজধানীতে নিরাপত্তা
জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে
রয়েছে পুলিশ। গত পাঁচ দিনে রাজধানীতে অন্তত ২০টি বড় ও মাঝারি মিছিল হয়েছে। বুধবার
(২৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে ২৪৪ জনকে গ্রেফতার করা হয় এবং ১৪টি ককটেল ও ৭টি ব্যানার
উদ্ধার করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,
জন্মদিন উপলক্ষে এবার আওয়ামী লীগের কর্মসূচি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আক্রমণাত্মক
হবে। মূল ফোকাস হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
পদত্যাগ দাবি। এতে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।
নুর/আকাশ টিভি