ঢাকা | | বঙ্গাব্দ

পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্যের সুযোগ থাকবে না - অধ্যাপক মুজিবুর রহমান

author
Reporter

প্রকাশিত : Sep 30, 2025 ইং
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। ছবির ক্যাপশন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
ad728

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, যারা কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কেনেন তারাই দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত হন। অথচ জামায়াতে ইসলাম প্রার্থীর সততা, যোগ্যতা ও তৃণমূলের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দিয়ে থাকে।

সোমবার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ব্যালটের মাধ্যমে এবার ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে জনগণের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং জামায়াতের দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্রগঠনের বার্তা জানাতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুস সবুর ফকির, এডভোকেট ড. হেলাল উদ্দিন, মাওলানা ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে বলেন, ডাকসু-জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ে দেশজুড়ে নতুন উৎসাহ সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, জামায়াতের জনপ্রিয়তায় আধিপত্যবাদীরা আতঙ্কিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ ভোটের মাধ্যমেই এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS